নিজস্ব সংবাদদাতাঃ ফের আজ দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার জাতীয় শিক্ষানীতি অনুমোদনের এক বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান টুইট করে বলেন, 'জাতীয় শিক্ষা নীতি ২০২০ অধ্যয়নের পরিস্থিতি পরিবর্তন, শিক্ষাকে সামগ্রিক করে তোলা এবং স্বনির্ভর ভারতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপনের একটি পথপ্রদর্শক নীতি। জাতীয় শিক্ষা নীতির আওতায় এই সংস্কারের এক বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৯ জুলাই জাতির উদ্দেশে ভাষণ দেবেন।'