নিজস্ব সংবাদদাতাঃ এবার থেকে গ্লেনারিজে মিলবে না দার্জিলিং চা । দার্জিলিং চা বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গ্লেনারিজ কর্ণধার। যা ১১০ বছরের ইতিহাসে এই প্রথম। জানা গিয়েছে,সম্প্রতি দার্জিলিঙের চা বাগানের শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার।
কিন্তু সেই বোনাস একসঙ্গে দেওয়া হবে না। দু-দফায় যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ টাকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে প্রথম দফা অর্থাৎ ১৫ শতাংশ বোনাস মিলবে দুর্গাপুজোয় এবং দ্বিতীয় দফার বোনাস অর্থাৎ ৫ শতাংশ বোনাস মিলবে কালীপুজোর আগে। সরকারের এই সিদ্ধান্তেরই তীব্র বিরোধিতা করেছেন দার্জিলিং-এর গ্লেনারিজের কর্ণধার অজয় এডওয়ার্ডস।