আগরতলাঃ আগরতলার একটি হোটেলে 'আটক' প্রশান্ত কিশোরের আইপ্যাক-এর টিম। ইতিমধ্যেই গতকাল তৃণমূলের একটি দল রওনা হয়েছিল ত্রিপুরার উদ্দেশ্যে। সেইসঙ্গে 'নজরবন্দি' সংস্থার সদস্যের সঙ্গে কথা বলেন ব্রাত্য বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক। এবার ত্রিপুরা পৌঁছালেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়ান। আর সেখানে গিয়েই বিজেপিকে এক হাত নেন তিনি। ডেরেক বলেন, 'ম্যাচের আগেই ভয়ে কাঁপছে বিজেপি। এদিকে শোনা যাচ্ছে, আগামীকাল আগরতলা যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।