নিজস্ব সংবাদদাতাঃ বাঙালি বরাবরই শিল্প সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এসেছে। বাঙালি বলতেই প্রথমে মনে আসে বাংলার সংস্কৃতি। আর এই সংস্কৃতির জন্যই 'বাংলা' সারা বিশ্বে পরিচিত। বাঙালি তাই তার শৈল্পিক দক্ষতা এবং কর্মক্ষমতাকে তাই তাদের কাজের মাধ্যমে প্রায়শই প্রকাশ করে থাকে। বাঙালি জাতি তাই নিঃসন্দেহে সংস্কৃতি মনস্ক এবং প্রতিভাশীল। প্রায় সবক্ষেত্রেই তাই বাঙালি তার প্রতিভার স্বাক্ষর রেখে যায়। তেমনই একটি অন্যতম ক্ষেত্র হল দুর্গাপুজার বিভিন্ন সাজসজ্জা। বেশ কয়েক বছর ধরে "থিম" করে দুর্গাপুজা করার রীতি প্রচলিত আছে। তা সে শহর হোক বা শহরতলি সর্বত্রই থিমের রমরমা। প্রতি বছরের ন্যায় এ বছরও নিজেদের থিমে চমক রেখেছে ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
এবারে তাঁদের থিম হল 'সংকল্প'। আর এবছর তাদের ''সংকল্প''-এর সৌজন্যে আছেন শিল্পী বিশ্বরঞ্জন রাজ। তার ভাবনা, শিল্পকলা এবং মন্ডপ সজ্জা নিঃসন্দেহে দর্শনার্থীদের মন জয় করবে।
ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রতিমা তৈরি করেছেন পরিমল পাল। আলোকসজ্জায় রয়েছেন স্বরূপ সামন্ত। আবহে আছেন সৈকত ঘোষ।