ইউক্রেনে 'যুদ্ধ অপরাধ' হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে সুর চড়াল রাষ্ট্রসংঘ

author-image
Harmeet
New Update
ইউক্রেনে 'যুদ্ধ অপরাধ' হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে সুর চড়াল রাষ্ট্রসংঘ

নিজস্ব সংবাদদাতাঃ  ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে ফের উত্তাপ চড়তে শুরু করছে। রুশ বাহিনীতে নতুন করে সেনা সংযোজন করা হবে। পুতিনের এমন ঘোষণার পর থেকে দুই দেশের সম্পর্কের উত্তাপ আবার বাড়তে শুরু করেছে। এসবের মধ্যে এবার ইউক্রেনে 'যুদ্ধ অপরাধ' হয়েছে বলে মন্তব্য করলেন রাষ্ট্রসংঘের তদন্তকারীরা। ইউক্রেনে যেভাবে রাশিয়া হামলা চালিয়েছে, তাতে যুদ্ধ অপরাধ হয়েছে বলে জানানো হয় রাষ্ট্রসংঘের তরফে।


রাষ্ট্রংসংঘের তদন্তকারীরা স্পষ্ট জানান, ইউক্রেনে যা হয়েছে, তা পুরোপুরি যুদ্ধ অপরাধের সামিল। ইউক্রেনের একাধিক এলাকায় এক নাগাড়ে বোমা বর্ষণ করেছে রাশিয়া। বাড়িঘর থেকে স্কুল, কলেজ প্রায় সর্বত্র হামলা চালানো হয় মস্কোর তরফে। যার জেরে বহু মানুষের প্রাণ গিয়েছে। রাশিয়া যেভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে তাতে গণকবর দেওয়া হয়েছে। কবর থেকে যে একাধিক মৃতদেহ উদ্ধার করা হয়, তাঁদের শরীরে মারধরের চিহ্ন যেমন রয়েছে তেমনি যৌন হেনস্থার চিহ্নও বর্তমান বলে জানানো হয় রাষ্ট্রসংঘের তদন্তকারীদের তরফে।