নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার সঙ্গে যুক্ত হতে আজ শুক্রবার থেকে ইউক্রেনের দখলকৃত চারটি অঞ্চলে গণভোট শুরু হয়েছে। লুহানস্ক, ডনেস্ক, খেরসন এবং জাপোরিজ্জিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতেই গণভোটকে বেছে নিয়েছে সেখানকার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতারা। গত ফেব্রুয়ারি থেকে ব্যাপক হামলা চালিয়ে এই চারটি অঞ্চলের অনেকাংশ দখলে নিয়েছে রুশ বাহিনী। যেসব জায়গা নিজেদের অধীনে চলে এসেছে সেসব জায়গায় এই গণভোটের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, সময় স্বল্পতা এবং কিছু কারিগরি অসুবিধার কারণে ইলেক্ট্রনিক ভোটের পরিবর্তে কাগজের ব্যালট ভিত্তিক ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ৪ দিন ভোটারদের দরজায় যেয়ে ভোট সংগ্রহ করবে সংশ্লিষ্টরা। শুধুমাত্র শেষদিন ভোটকেন্দ্রগুলো খোলা থাকবে।
মস্কো সমর্থিত নেতারা শুক্রবার থেকে মঙ্গলবার (২৩-২৭ সেপ্টেম্বর) লুহানস্ক, ডনেস্ক, খেরসন এবং জাপোরিজ্জিয়ায় গণভোটের ঘোষণা করে। এই অঞ্চলগুলো ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ। যা হাঙ্গেরির আয়তনের সমান। এই ভোটকে শুধু আনুষ্ঠানিক প্রক্রিয়া বলে জানা গেছে। অঞ্চলগুলোকে মস্কোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার একটি পথ মাত্র। গণভোট নিয়ে রাশিয়ার ওপর ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নেতারা।