নিজস্ব সংবাদদাতা : শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সুবর্ণ জয়ন্তীর সেলিব্রেশন ভেনিউ ভ্যাটিকান সিটি। বুর্জ খলিফার পর এবার পুজোয় ভ্যাটিকান সিটি ঘুরে দেখার সুযোগ করে দিয়েছে তারা। ২০২২-এর থিম ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা। কলকাতায় ভ্যাটিকান সিটি সিটি গড়ে তুলতে সময় লেগেছে ২ মাস। মণ্ডপশিল্পী রোমিও হাজরা। প্রতিমা সজ্জায় প্রদীপ রুদ্র পাল।
১০০ জনেরও বেশি কারিগরের হাতে গড়ে হয়েছে ভ্যাটিকান সিটি। তবে, চমকের এখানেই শেষ নয়, ৫০ বছরে মাতৃপ্রতিমা ডাকের সাজের পরিবর্তে পুরো ২২ ক্যারেটের সোনায় মোড়া থাকবে। মহালয়া থেকেই ভাটিকান সিটিতে প্রবেশ করতে পারবেন সকলে। পুজোর উদ্বোধনের পর প্রকাশ্যে এসেছে ভ্যাটিকান সিটির ছবি।