নিজস্ব সংবাদদাতাঃ উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় যৌথ সামরিক মহড়া শুরু করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে শুক্রবার গত পাঁচ বছরের মধ্যে প্রথমবার দ. কোরিয়ায় পৌঁছেছে পারমাণবিক শক্তি চালিত মার্কিন বিমানরণতরী।পিয়ংইয়ংকে চাপে রাখতে দুই দেশ বড় ধরনের সামরিক মহড়ার প্রস্তুতি নিয়েছে। তার অংশ হিসেবে মার্কিন যুদ্ধজাহাজগুলো দক্ষিণের বন্দর নগরী বুসানে অবস্থান করছে। মার্কিন জাহাজগুলো চলতি মাসে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে যৌথ মহড়ায় অংশ নেবে। চলতি বছরের শুরু থেকে রেকর্ড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে পিয়ংইয়ং। দেশটির এমন আচরণ নিয়ে অঞ্চলটিতে উত্তেজনা লেগে আছে।