রাশিয়াকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

author-image
Harmeet
New Update
রাশিয়াকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

নিজস্ব সংবাদদাতাঃ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পারমাণবিক সংঘাত নিয়ে আলোচনা একেবারে অগ্রহণযোগ্য হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি ইউক্রেনীয় ভূখণ্ডকে একীভূত করতে তথাকথিত গণভোটের বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছেন। নিরাপত্তা পরিষদের মন্ত্রী পর্যায়ের বৈঠকে গুতেরেস বলেছেন, তথাকথিত গণভোটের পরিকল্পনা নিয়ে তিনি উদ্বিগ্ন। এই বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও বক্তব্য দেন। কিন্তু গুতেরেসের মন্তব্যের সময় তিনি চেম্বারে উপস্থিত ছিলেন না। গুতেরেস বলেন, একটি রাষ্ট্রের ভূখণ্ড আরেকটি রাষ্ট্র কর্তৃক একীভূত করা জাতিসংঘে চার্টার ও আন্তর্জাতিক আইনবিরোধী।