২৩৭ মাইল হেঁটে গড়লেন নজির

author-image
Harmeet
New Update
২৩৭ মাইল হেঁটে গড়লেন নজির

নিজস্ব সংবাদদাতা : সচেতনতা বৃদ্ধির জন্য হাঁটলেন ২৩৭ মাইল। এই নজির গড়েছেন জস বানেয়ার্ড। নিউক্যাসেল ইউনাইটেডের পক্ষ থেকে তাঁকে সম্মানিত করা হয়েছে। ওয়েম্বলি স্টেডিয়াম থেকে সেন্ট জেমস পার্ক পর্যন্ত ২৩৭ মাইল তিনি পায়ে হেঁটেছেন।