ক্রমে আঁচ বাড়ছে কুড়মি আন্দোলনের

author-image
Harmeet
New Update
ক্রমে আঁচ বাড়ছে কুড়মি আন্দোলনের

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :খেমাশুলির পর আদিবাসী জনজাতির কুড়মি সমাজের আন্দোলন ছড়িয়ে পড়লো ঝাড়গ্রামের লোধাশুলি এলাকায়। বৃহস্পতিবার সকাল থেকেই ঝাড়গ্রামের লোধাশুলি এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের পাশাপাশি ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে আদিবাসী জনজাতি কুড়মি সমাজের প্রতিনিধিরা। যার ফলে লোধাশুলির সাথে ঝাড়গ্রামের যোগাযোগ সম্পূর্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ। ওই রাস্তা দিয়ে বাইক চালাতেও দিচ্ছে না অবরোধকারীরা।











 যার ফলে বিভিন্ন অফিসে আসা সরকারি কর্মচারীও সমস্যায় পড়েছেন। সেই সঙ্গে আন্দোলনকে আরও তীব্র করার লক্ষ্যে আন্দোলনের তৃতীয় দিন বৃহস্পতিবার খেমাশুলিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডার কুশপুত্তলিকা দাহ করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন আদিবাসী জনজাতি কুড়মি সমাজের সদস্যরা। বলা যেতে পারে ১৪ বছর আগে জঙ্গলমহল আন্দোলনে যেভাবে অবরুদ্ধ হয়ে পড়েছিল জঙ্গলমহল সেই প্রতিচ্ছবি যেন আবার ফিরে এলো ঝাড়গ্রামে। পুজোর আগে এই অবরোধ কর্মসূচিতে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। এই আন্দোলনের বিষয়ে নির্বিকার রয়েছে প্রশাসন। কবে এই অবরোধ আন্দোলন উঠবে কেউ বলতে পারছে না।