আগরতলায় 'বুর্জ খলিফা'

author-image
Harmeet
New Update
আগরতলায় 'বুর্জ খলিফা'

নিজস্ব প্রতিনিধি-বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। সারাবছর যে যেখানেই থাকুক না কেন এই সময়টা ঘরে ফেরার জন্য অস্থির হয়ে ওঠে বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিরা।হাতে গোনা মাত্র কয়েক দিনের অপেক্ষা।ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় চলছে পুরো দমে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি।কলকাতার পাশাপাশি ত্রিপুরার আগরতলাতেও নজর কেড়েছে থিমের পুজোগুলি।




তার মধ্যে আগরতলা শহরের শিবনগর, মসজিদ রোড স্থিত এক অন্যতম ক্লাব হল দেশবন্ধু চিত্তরঞ্জন,তাদের এবারের পুজোর থিম দুবাইয়ের 'বুর্জ খলিফা'।১৮ ফুট উচ্চতায় এই মন্ডপ গড়ে উঠছে।পশ্চিমবঙ্গের নবদ্বীপ এবং মেদিনীপুরের প্রায় ১৫ জন শিল্পী মিলে এই পুজো মণ্ডপ তৈরি করছেন।দীর্ঘ দু'মাস ধরে এই প্রস্তুতি চলছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে ক্লাবের সদস্য শান্তনু পাল জানান, তাদের এই পুজো দীর্ঘ ৬১ বছরের,চতুর্থীতে এই পুজোর উদ্বোধন হবে, সঙ্গে থাকবে লাইটিং শো।