দাবি অপূর্ণ থাকায় কর্মবিরতির ডাক বাস ডিপোয়

author-image
Harmeet
New Update
দাবি অপূর্ণ থাকায় কর্মবিরতির ডাক বাস ডিপোয়

হরি ঘোষ, দুর্গাপুর : দাবি পূরণ না হওয়ায় দুর্গাপুরের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এসবিএসটিসি) বাস ডিপোতে অস্থায়ী কর্মীদের ডাকা কর্মবিরতি বৃহস্পতিবারও চলতে থাকে। বিক্ষোভের ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। পুজোর মুখে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনের কোনও আশ্বাস না মেলায় বিক্ষোভ লাগাতার চলছে।





 
উল্লেখ্য, বাস ডিপো আইএনটিটিইউসি পরিচালিত। ওই সংগঠনের পক্ষ থেকে ৭ দফা দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করা হয়েছে।এই ডিপোতে প্রায় ২০০ জন অস্থায়ী কর্মী অবস্থান বিক্ষোভে অংশ নেন, কাজ বন্ধ করে দেন তারা।তাদের দাবি, ২০২১-২২ সালের সমূহ অস্থায়ী কর্মচারীবৃন্দকে পার্মানেন্ট করতে হবে। সম কাজে সম বেতন প্রদান করতে হবে। প্রতেক অস্থায়ী কর্মচারীদের ২৬ দিনের হাজিরা দিতে হবে। সমবেতন ছুটি মঞ্জুর করতে হবে। ছাঁটাই কর্মীদের পুনঃনিয়গ করতে হবে। বার্ষিক বেতন বৃদ্ধি চালু করতে হবে। এসবিএসটিসির নির্ধারিত সমূহ পরিষেবা চালু করতে হবে। এই ডিপো থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে প্রায় ১০০ টি বাস চলাচল বন্ধ হয়েছে।বিক্ষোভকারীরা দাবি গুলি ম্যানেজমেন্ট না মানলে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে হুঁশিয়ারি দেন দ্বিতীয় দিনের ।