নিজস্ব সংবাদদাতাঃ রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনকে সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর জোট (জি৭)। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়েশিমাসা হায়াসি বলেন, বুধবার নিউ ইয়র্কের এক বৈঠকে ইউক্রেনকে সহায়তার বিষয়টি ফের নিশ্চিত করেছেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকের পর নিউ ইয়র্কে হায়াসি বলেন, 'আমরা আবারও নিশ্চিত করছি যে ইউক্রেনকে সমর্থন করে যাবো। দেশটিকে খাদ্য ও জ্বালানিতে সহায়তায় জি৭ দেশগুলো এক সঙ্গে কাজ করে যাবে।'
তিনি আরও বলেন, মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ায় রাসায়নিক অস্ত্র সম্পর্কিত পণ্য রফতানি নিষিদ্ধের পরিকল্পনা করছে জাপান। পাশাপাশি রুশ সামরিক সম্পর্কিত সংস্থাগুলোর তালিকা বৃদ্ধি করা করা হচ্ছে। জোটের মন্ত্রীরা ইউক্রেন ইস্যু ছাড়াও তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব আবারও পুনরায় করেছেন বলে মন্তব্য করেন জাপানের পররাষ্ট্র মন্ত্রী।