এরদোগানের কাশ্মীর ইস্যুতে কড়া জবাব জয়শঙ্করের

author-image
Harmeet
New Update
এরদোগানের কাশ্মীর ইস্যুতে কড়া জবাব জয়শঙ্করের

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর ইস্যু উত্থাপন করলেন তুর্কি রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান। ভারতের পক্ষ থেকে তীব্র আপত্তি তোলার পরও এরদোগান এই অবস্থান গ্রহণ করেছেন। তিনি গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখার সময় বলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে ভারত ও পাকিস্তান স্বাধীনতার ৭৫ বছর পরও শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। কাশ্মীরে ন্যায্য ও স্থায়ী শান্তি আশা করছে।’ 


এদিকে এরদোগান কাশ্মীর ইস্যু তুলতেই ভারতও সাইপ্রাস নিয়ে তুরস্ককে পাল্টা খোঁচা মেরেছে। এরদোগানের বিবৃতির কয়েক ঘণ্টার মধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তুর্কি বিদেশমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে দেখা করেন। সেই সময় জয়শঙ্কর সাইপ্রাসের বিষয়টি উত্থাপন করেন। এই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে জয়শঙ্কর টুইটও করেন। তিনি লিখেছেন, 'তুরস্কের বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে এবং তাঁর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। তার মধ্যে ইউক্রেনের সংকট রয়েছে। খাদ্য নিরাপত্তা, G20 দেশের সম্মেলন এবং সাইপ্রাস নিয়েও কথা হয়েছে।