নিজস্ব সংবাদদাতাঃ অক্সিজেন মেশিন কাজ করছিল না। জন্মের পর তাই সদ্যোজাতর মুখে ফু দিয়ে নতুন করে তার জীবন রক্ষা করলেন এক চিকিৎসক। আগ্রার এক মহিলা চিকিৎসক সদ্যোজাতর মুখে ফু দিয়ে নতুন করে তার প্রাণের সঞ্চার করেন। রিপোর্টে প্রকাশ, অক্সিজেন মেশিন কাজ না করায়, জন্মের পর কাঁদতে শোনা যায়নি সদ্যোজাতকে। এরপর আগ্রা হাসপাতালের ওই চিকিৎসক প্রাণপণ চেষ্টা করে ছোট্ট সিশুর প্রাণ রক্ষা করেন।