নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার ভোরে আনুমানিক ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মেক্সিকোতে। ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে কেন্দ্রীভূত ছিল বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে। ভূমিকম্পের ফলে মেক্সিকোর মিচোয়াকানের উরুয়ানে প্রভাব পড়েছে। একটি বাড়ির একাংশ ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে।