আলিপুর মিউজিয়ামের খুঁটিনাটি জানুন

author-image
Harmeet
New Update
আলিপুর মিউজিয়ামের খুঁটিনাটি জানুন

নিজস্ব সংবাদদাতা: পুজোর আগেই আলিপুর মিউজিয়াম সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। তবে এই আলিপুর মিউজিয়ামে থাকছে ইতিহাস বিজড়িত অজস্র কাহিনি। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ইতিহাস বিজড়িত অজস্র কাহিনি নিয়েই আলিপুর মিউজিয়ামে থাকছে লাইট অ্যান্ড সাউন্ড শো। প্রায় ৪০ মিনিটের হবে এই লাইট অ্যান্ড সাউন্ড শো। এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে প্রবেশ মূল্য থাকছে ১০০ টাকা। পাশাপাশি আলিপুর মিউজিয়ামে ঢোকার জন্য প্রবেশ মূল্য থাকবে ৩০ টাকা। তবে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে প্রবেশ করার সুযোগ থাকবে এই মিউজিয়ামের ভেতরে। এই আলিপুর সংশোধনাকারী একসময় বন্দী ছিলেন জহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সুভাষচন্দ্র বসু, বিধান চন্দ্র রায় এর মত ব্যক্তিত্বরা। তাঁরা জেলের যেসব কুঠুরিতে থাকতেন সেগুলিকে আগেই হেরিটেজ ঘোষণা করা হয়েছিল। সেই সব কুঠুরির সামনে তাঁদের মূর্তি এবং ফলক বসানো হয়েছে।