নিজস্ব সংবাদদাতা : উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে ১০৯ নং জাতীয় সড়ক। তরসালি গ্রামের কাছে ভেঙে পড়েছে পাহাড়ের একাংশ। ফলে যানচলাচলে বাধা সৃষ্টি হয়। আটকে পড়েন মানুষজন। জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) ময়ুর দীক্ষিত জানিয়েছেন, "যাত্রীদের নিরাপদ স্থানে থামানো হয়েছে। মহাসড়ক খুলে দেওয়া হচ্ছে। রাস্তা পরিষ্কার হলে নিরাপদ যানবাহন চলাচল আবার শুরু হবে।"
ডি এম আরো বলেন, 'কেদারনাথের দিকে যাওয়া তীর্থযাত্রীদের রুদ্রপ্রয়াগ, তিলওয়ারা, অগস্ত্যমুনি এবং গুপ্তকাশীতে থামানো হয়েছিল, সোনপ্রয়াগ থেকে ফিরে আসা তীর্থযাত্রীদের সোনপ্রয়াগ এবং সীতাপুরে নিরাপদ স্থানে থামানো হয়েছিল।'