নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার দিল্লিতে সর্বভারতীয় ইমাম সংগঠনের প্রধান ধর্মগুরু ইমাম উমর আহমেদ ইলিয়াসির সঙ্গে দেখা করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।সংঘের সিনিয়র কর্মকর্তা কৃষ্ণ গোপাল, রাম লাল এবং ইন্দ্রেশ কুমারের সাথে কস্তুরবা গান্ধী মার্গের মসজিদে উক্ত ধর্মগুরুর সঙ্গে দেখা করেন তিনি। এক ঘণ্টারও বেশি সময় ধরে মসজিদে রুদ্ধদ্বার বৈঠক হয় তাদের মধ্যে।
জানা যায়, হিজাব বিতর্ক, জ্ঞানবাপী এবং ধর্মের মধ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা - এই বৈঠকে আলোচিত বিষয়গুলির মধ্যে ছিল। প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান গত কয়েকদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং আন্তঃ-সম্প্রদায়িক সম্পর্ক উন্নয়নের জন্য মুসলিম বুদ্ধিজীবীদের সাথে দেখা করছেন। এবার তিনি দেখা করলেন ইমাম উমর আহমেদ ইলিয়াসির সঙ্গে।