নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের তিরস্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে বলেন, মস্কো তার প্রতিবেশী দেশে হামলা চালিয়ে জাতিসংঘের সনদের মূলনীতিগুলো লঙ্ঘন করেছে। অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের কিছু অংশ দখলে করে গণভোটের আয়োজনের চেষ্টা চলেছ। আর এটি জাতিসংঘের সনদের গুরুত্বপূর্ণ লঙ্ঘন।'
জাতিসংঘের অধিবেশনে এদিন মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "পুতিন ইউরোপের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। শুধু তাই নয় ইউক্রেনে যুদ্ধের জন্য আরও সেনা সমাবেশের ঘোষণা দিয়েছেন। কিছু সেনা দখলকৃত ক্রেমলিনে সংযুক্ত করার পরিকল্পনা চলছে মস্কোর। বিশ্বের উচিত তাদের এই ধরনের কমর্কাণ্ড ভালোভাবে পর্যবেক্ষণ করা।"