দুর্গাপুজো নিয়ে দুই সম্প্রদায়ের সম্প্রীতির বার্তা

author-image
Harmeet
New Update
দুর্গাপুজো নিয়ে দুই সম্প্রদায়ের সম্প্রীতির বার্তা



নিজস্ব প্রতিনিধি, মালদাঃ
রাজ্য জুড়ে যেখানে হিংসা হানা হানি চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে সম্প্রীতির দুর্গা পুজো হয় মালদা শহরের কে জি সান্যাল রোডের গাজোল ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন মন্ডপে। এখানে পূজো উদ্যোক্তা মুসলিম সম্প্রদায়ের মানুষ ও হিন্দু সম্প্রদায়ের মানুষ। ফলে স্বাভাবিক ভাবেই দূর্গোৎসব ঘিরে সম্প্রীতির বার্তা বহন করে।

২০০৭ সালে এই দূর্গা পূজোর সূচনা হয় মালদা শহরের গাজোল ট্যাক্সি স্ট্যান্ডে। এলাকার হিন্দু ও মুসলীম সম্প্রদায়ের মানুষ মিলেই এই পুজো করেন। এক সময়ে ছোট করে হলেও দিনে দিনে তা বড়ো হয়েছে। এই পুজোর চারদিন আর চারটে পুজোয় যা নিয়ম রীতি রয়েছে সেই ভাবে পূজার্চনা হয়ে থাকে। পুজো শেষে হিন্দু মুসলীম সকল সম্প্রদায়ের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। নবমীর দিন সম্প্রীতি বজায় রেখে এলাকার মানুষের সঙ্গে দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়।প্রতিমা এক চালার হয়ে থাকে। পুজো উদ্যোক্তা ববি শেখ জানান, 'এই পুজোতে সম্প্রীতির বার্তা বহন করে। ফলে সকলে এক সাথে মিলেই এই পুজো করা হয়ে থাকে। এখানে কে হিন্দু কে মসলিম সেঠা বড় নয়। এখানে সকলে মিলে সম্প্রীতি বজায় রেখে পুজো করা হয়।'