অক্টোবর থেকে বেতন বাড়ছে স্পাইসজেটের পাইলটদের

author-image
Harmeet
New Update
অক্টোবর থেকে বেতন বাড়ছে স্পাইসজেটের পাইলটদের

নিজস্ব সংবাদদাতা : ২০ শতাংশ বেতন বাড়ছে স্পাইসজেটের পাইলটদের। অক্টোবর থেকেই ঘটবে বেতন বৃদ্ধি। এদিকে, সিভিল এভিয়েশনের মহাপরিচালক (ডিজিসিএ) ২৯ অক্টোবর পর্যন্ত ৫০ শতাংশ  ধারণ ক্ষমতা নিয়ে কাজ করার  জন্য স্পাইসজেটের উপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে।







গুরুগ্রাম-সদর দফতরের এয়ারলাইনটি গত সপ্তাহে প্রায় ১২৫ কোটি টাকার ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের (ECLGS) প্রথম ধাপ পেয়েছে।ব্যবসার উন্নতির সাথে সাথে ক্যালিব্রেটেড পদ্ধতিতে বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি বজায় রেখেই বাড়ানো হচ্ছে বেতন। ৮০ জন পাইলটকে বিনা বেচনে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের পরই বেতন বৃদ্ধির বিষয়টি প্রকাশ্যে এল।