ছবি ভাইরাল হতেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

author-image
Harmeet
New Update
ছবি ভাইরাল হতেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে





হরি ঘোষ, দুর্গাপুরঃ
একটা ছবি ভাইরাল আর যাকে ঘিরে এবার তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। বুধবার সকালে দুর্গাপুরের কাঁকসার পানাগড় এ নাকি একসাথে দেখা যায় জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও দুর্গাপুর তিন নম্বর ব্লক সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেস সভাপতি ভীমসেন মন্ডলকে। আর এই ছবি ভাইরাল হয়ে যাওয়াতে বিপত্তি। কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি হিরণ্ময় ব্যানার্জীর অভিযোগ, 'দুর্নীতির সাথে জড়িত থাকায় চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বের করে দেওয়া হয়েছিল, এরপর বিজেপিতে যোগ দেয় চন্দ্রশেখর, আজ তার সাথে হাত ধরাধরি করে দলের এক পদাধিকারী যদি ঘুরে বেড়ায় তাহলে তো সত্যি করে বিড়ম্বনাতে পড়বে গোটা দল, ক্ষতি হবে দলের।' যদিও তার বিরুদ্ধে দলের নেতাদের একাংশ নোংরামো ও চক্রান্ত করছে বলে পাল্টা অভিযোগ এনেছেন জেলা বিজেপির অন্যতম সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বিজেপি পূর্ব বর্ধমান জেলা সাংগঠনিক সদর সহ সভাপতি রমন শর্মার বক্তব্য, 'তৃণমূলের ভালো মানুষ দলে আসতেই পারেন, কারণ মানুষ বিজেপির সাথে আছে, সুতরাং এ ব্যাপার গুলো নিয়ে অত ভাববার সময় নেই বিজেপি নেতৃত্বর।' বিজেপি জেলা নেতার সাথে এক তৃণমূল নেতা তাও আবার সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্লক সভাপতির একসাথে ছবি ভাইরাল হয়ে যাওয়ার ঘটনা, আবার সেই ছবি সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়ে যাওয়াতে এখন বেশ বিড়ম্বনায় জেলা তৃণমূল নেতৃত্ব। পুজোর পরই দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হওয়ার কথা, রয়েছে পঞ্চায়েত নির্বাচনও, তার আগে বিজেপি জেলা নেতার সাথে তৃণমূলের এক পদাধিকারীর ঘনিষ্ঠতার ছবি ভাইরাল, আর এই দুই মিলিয়ে এখন বেশ বিড়ম্বনাতে ঘাস ফুল শিবির ।