যুদ্ধাপরাধের তথ্য তদন্ত এবং বিচারের আহ্বান জানিয়েছেন হাঙ্গেরির রাষ্ট্রপতি

author-image
Harmeet
New Update
যুদ্ধাপরাধের তথ্য তদন্ত এবং বিচারের আহ্বান জানিয়েছেন হাঙ্গেরির রাষ্ট্রপতি


নিজস্ব সংবাদদাতা: বুধবার নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে পুতিনের বিরোধিতা করলেন হাঙ্গেরির রাষ্ট্রপতি ক্যাটালিন নোভাক। তিনি জানান, জাতিসংঘের সদস্য দেশগুলির তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া উচিৎ। 

Russia-Ukraine war: List of key events, day 209 | Russia-Ukraine war News |  Al Jazeera

জাতিসংঘের সাধারণ অধিবেশনে, নোভাক প্রাসঙ্গিক আন্তর্জাতিক সংস্থাগুলির দ্বারা যুদ্ধাপরাধের তথ্য তদন্ত এবং বিচারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন , "সংঘটিত কোনো অপরাধই দণ্ডমুক্ত হতে পারে না"।

Russia-Ukraine war: What happened today (April 2) : NPR