নিজস্ব সংবাদদাতা: অমিত শাহকে চ্যালেঞ্জ জানালেন উদ্ভব ঠাকরে। সদ্য শিবসেনায় ভাঙ্গন ধরিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করেছে বিজেপি। তবে মহারাষ্ট্রের সাধারণ মানুষ শিবসেনার পাশেই আছে বলে দাবি করেছেন উদ্ভব ঠাকরে।
তিনি অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, "আমি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহকে রাজ্য বিধানসভা নির্বাচনের সঙ্গে বিএমসি নির্বাচন করার জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি, আমরা শিবসেনার শক্তি দেখাব। এর আগে অনেক নিজাম ও শাহ মুম্বাই দখল করার চেষ্টা করেছে কিন্তু তাদের ঘৃণ্য প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে"।