মানবাধিকার নিয়ে পশ্চিমাদের দিকে আঙুল তুলেছেন ইরানের রাষ্ট্রপতি

author-image
Harmeet
New Update
মানবাধিকার নিয়ে পশ্চিমাদের দিকে আঙুল তুলেছেন ইরানের রাষ্ট্রপতি


নিজস্ব সংবাদদাতা: মানবাধিকার নিয়ে পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে সরব হলে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি। পশ্চিমের দেশগুলিতে নারীর অধিকার সমান হওয়ার বিষয় ভণ্ডামি বলে দাবি করেছেন। 

Iran confirms first deaths in protests over Mahsa Amini's death | Protests  News | Al Jazeera

তিনি জানান, নারী ও পুরুষের সমঅধিকার ন্যায় বিচারের পথে বাধা। উল্লেখ্য, হিজাব বিতর্কে পুলিশি হেফাজতে থাকাকালীন এক নারীর মৃত্যু হওয়ায় উত্তাল হয়ে উঠেছে ইরান।

Iran protests following Mahsa Amini's death intensify: 5 points | World  News - Hindustan Times