Video : অনেক দূর থেকে দেখার মতো ফ্রি-কিকে গোল

author-image
Harmeet
New Update
Video : অনেক দূর থেকে দেখার মতো ফ্রি-কিকে গোল

নিজস্ব সংবাদদাতা: এরকম গোল দেখার জন্য অনেকটা রাস্তা রাস্তা হাঁটা যায়। উয়েফা ইউরোপা কাপে অনবদ্য এক ফ্রি কিক গোল দেখেছে ফুটবল মহল। প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে কয়েক অনেকটা দূর থেকে নেওয়া শট। তির বেগে বল প্রবেশ করেছে প্রতিপক্ষের জালে। আরও একবার দেখে নিন সেই গোলের ভিডিও।