সংসারে অধিকারের দাবিতে ধর্নায় দুই কন্যা সন্তানের মা

author-image
Harmeet
New Update
সংসারে অধিকারের দাবিতে ধর্নায় দুই কন্যা সন্তানের মা
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ার 'অপরাধ'! স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হল গৃহবধূকে। স্বামীর সংসারে অধিকারের দাবিতে হাতে প্লাকার্ড নিয়ে দুই কন্যা সন্তানকে নিয়ে ধর্নায় গৃহবধূ।

বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বেলিয়াঘাটা গ্রামের এই ঘটনায় শোরগোল পড়েছে। যমজ দুই মেয়েকে নিয়ে স্বামী-সংসারের অধিকারের দাবিতে গৃহবধূর ধর্না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ। গৃহবধূ যমজ সন্তানদের নিয়ে স্বামীর বাড়ির সামনে বসে থাকলেও বাড়িতে ঢুকতে পারেননি। জানা যায়, দাসপুরের বেলিয়াঘাটা গ্রামের বাসিন্দা বিদ্যুৎ ঘোড়ই-এর সাথে বিয়ে হয় দাসপুরের রানিচকের বাসিন্দা স্বদেশ ঘোড়ই-এর মেয়ে মৌমিতা ঘোড়ই-এর। কয়েক বছর আগে মৌমিতা দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। তারপর থেকেই সংসারে চরম অশান্তি। কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য মৌমিতাকে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় তার পরিবারের সদস্যরা। মাঝেমধ্যে মৌমিতা শ্বশুরবাড়িতে এলেও তার স্বামী, শাশুড়ি ও শ্বশুর তাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। অবশেষে স্বামীর বাড়ির সামনে অধিকারের দাবিতে সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে ধর্নায় গৃহবধূ। পুলিশ প্রশাসন আসলেও বাড়ির ভিতর থেকে বের হয়নি বিদ্যুৎ ও তার পরিবারের সদস্যরা।