নিজস্ব সংবাদদাতা: কানাডা যাত্রার সব আয়োজন সাড়া। কাটা হয়ে গিয়েছে বিমানের টিকিট। অথচ নেওয়া হয়নি কোভিড ভ্যাকসিন। সূত্রের খবর, সেপ্টেম্বরের শেষেই বিদেশিদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোভিড ভ্যাকসিনেশের নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কানাডা। এতোদিন পর্যন্ত বিদেশিদের ক্ষেত্রে বেশ কিছু বিধি নিষেধ ছিল সেখান। বিমানবন্দরেই ভিন দেশিদের কোভিড পরীক্ষা করা হত। তাছাড়া কানাডায় পৌঁছনোর পর বাধ্যতামূলকভাবে ১৪ দিনের জন্য নিভৃতবাস বা কোয়ারেন্টিনে থাকত হত সবাইকে। সূত্রের খবর সেই নির্দেশিকাও এবার প্রত্যাহার করে নিতে চলেছে জাস্টিন ট্রুডোর সরকার।