এলাকার হালহকিকত দেখতে সরজমিনে প্রশাসন

author-image
Harmeet
New Update
এলাকার হালহকিকত দেখতে সরজমিনে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, অন্ডাল: ডেঙ্গু সহ কীটপতঙ্গ বাহিত রোগ প্রতিরোধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও সরকারি স্কুল, স্বাস্থ্য কেন্দ্র ও এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতার হালহকিকত জানতে বুধবার অন্ডাল ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকা পরিদর্শন করল বিডিও সহ প্রশাসনের বিশেষ দল। এদিন সকাল আটটা থেকে সন্ধ্যে পর্যন্ত বিভিন্ন এলাকায় পরিদর্শনের কাজ চলে। সেই সাথে বিভিন্ন এলাকায় স্প্রে করা হয় কীটনাশক । সাধারণত বর্ষার মরশুমে ডেঙ্গু সহ কীটপতঙ্গ বাহিত বিভিন্ন রোগের প্রকোপ দেখা দেয়। অপরিষ্কার নিকাশী নালা ও অস্বাস্থ্যকর পরিবেশ থেকে এই রোগ বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে । তাই সম্প্রতি রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে প্রতিটি পঞ্চায়েত এলাকার নিকাশী-নালা, সরকারি স্কুল, আইসিডিএস কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্রগুলি পরিদর্শন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনকে। সেই নির্দেশ মেনেই এদিন অন্ডাল ব্লকের আটটি পঞ্চায়েত এলাকাতেই বিশেষ দল তৈরি করে পরিদর্শন করা হয় বলে জানান বিডিও সুদীপ্ত বিশ্বাস। পাশাপাশি তিনি জানান সংগৃহীত রিপোর্ট মহকুমা শাসকের কাছে পাঠানো হবে ।