নিজস্ব সংবাদদাতাঃ যত সময় এগোচ্ছে ততই থিমের ছোঁয়ায় সেজে উঠছে শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের একাধিক জেলা। থিমের জাদুতে একে অপরকে টেক্কা দিতে তৈরি হচ্ছে পুজো কমিটিগুলি। তেমনই এবারে এক অভিনব থিম তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব। এবারে তাঁদের থিম 'হারানো অবসর' । দৈনন্দিন ব্যস্ততায় মানুষের মনে সুপ্ত থেকে যায় অনেক ইচ্ছে। মানুষের সেই সুপ্ত ইচ্ছেগুলির প্রকাশের জন্য প্রয়োজন অবসর। সে কথা মাথায় রেখেই এবারের তাঁদের থিম 'হারানো অবসর'।