মূর্তি তৈরিতে থাকছে ধানের তুষ আর গমের ভূষি

author-image
Harmeet
New Update
মূর্তি তৈরিতে থাকছে ধানের তুষ আর গমের ভূষি



নিজস্ব প্রতিনিধি, মালদা :
তিনি আইন রক্ষা করেন, তিনিই প্রতিমা গড়েন৷ এভাবেই চলে আসছে দীর্ঘ বছর৷ আরও বড় বিষয়, প্রতিমা গড়ার ক্ষেত্রে তিনি মাটিকে মাধ্যম করা থেকে যতটা পারেন দূরে থাকেন৷ তিনি ভূমিক্ষয় কী, সেটা বোঝেন৷ বৃক্ষচ্ছেদনও বোঝেন৷ এই বোধই তাঁকে অন্যদের থেকে যেন খানিকটা আলাদা করে রেখেছে৷ এর আগে কখনও গাছের ছাল, কখনও সুতো, কখনও আমের আঁটি দিয়ে দুর্গামূর্তি বানিয়েছেন৷ এবার মাতৃমূর্তি তৈরিতে মাধ্যম বেছে নিয়েছেন ধানের তুষ আর গমের ভূষি৷ তাঁর ছ’মাসের পরিশ্রম এবার ধীরে ধীরে রূপ পেতে চলেছে৷ প্রস্তুতির শেষ পর্যায়ে মা৷ তিনি বিষ্ণুচন্দ্র সাহা৷ পেশায় হোমগার্ড৷ মালদাতেই কর্মরত৷ ছোট থেকে মূর্তি গড়ার শখ৷ বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই শখও বাড়ে৷ তাছাড়া আরও একটু স্বাচ্ছন্দে সংসার চালানোর তাগিদাটাও ছিল৷ এভাবেই মিশিয়ে ফেলেছেন পেশার সঙ্গে শখকে৷ তবে আগামী অক্টোবরেই হোমগার্ডের চাকরি থেকে অবসর নিচ্ছেন তিনি৷ তার পর একসময়ের শখই হতে চলেছে তাঁর ভবিষ্যৎ পেশা৷ প্রতি বছরের মতো বিষ্ণুবাবু এবারও একটিই বড় দুর্গাপ্রতিমা তৈরি করছেন৷ মালদা শহরের বাঘাযতীন ক্লাবে সেই প্রতিমা দেখতে পাওয়া যাবে৷