ডেবরায় অন্য দূর্গার কাহিনী

author-image
Harmeet
New Update
ডেবরায় অন্য দূর্গার কাহিনী

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ যে রাঁধে সে চুলও বাঁধে। ডেবরায় এএনএম নিউজের নজরে এল অন্য দূর্গা। দশ বছর আগে স্বামী ছেড়ে চলে গিয়েছে। নিজের হাতেই সংসারের ভার পড়েছে কুলফি বিক্রেতা রেখা দাসের। দূর্গার মতই পরিশ্রমী ও জেদ নিয়ে টেনে যাচ্ছে সংসারের হাল। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দলবতিপুর এলাকায়। এলাকারই বাসিন্দা রেখা দাস, নিজেই ট্রলি ভ্যান চালিয়ে পাড়ায় পাড়ায় কুলফি বিক্রি করে। আর তার পয়সাতেই চলে সংসার। বাবা-মায়ের দেখাশোনাও করে রেখা নিজে। প্রতিদিন সকালে শাড়ি পরে ট্রলি ভ্যান নিয়ে রাস্তায়,পাড়ায়, ওলিতে-গলিতে ঘন্টা বাজিয়ে কুলফি বিক্রি করে কাটছে জীবন। স্বামী দশ বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। পরিবারের সমস্ত দায়িত্ব এখন রেখার কাঁধে৷ কিন্তু এতে রেখার কোনো আফসোস নেই। বেজায় খুশিতেই রয়েছে সে। তার মা তো বলেই দিয়েছেন, "আমার মেয়ে আমার কাছে দূর্গা।" এখন ডেবরায় মুখে মুখে এই দূর্গার নাম ঘুরে বেড়াচ্ছে।