নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্যের প্রতিক্রিয়ায় রুশ নাগরিকদের আংশিক ভাবে একত্রিত করার ঘোষণা দিয়ে বলেন, 'জীবনের মধ্যে হাস্যরসের এক বিরাট অনুভূতি রয়েছে।' ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধানের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক টুইটারে বলেন, "তিন দিনের যুদ্ধের ২১০তম দিন"। তিনি বলেন, "রাশিয়ানরা যারা ইউক্রেনের ধ্বংসের দাবি করেছিল তারা শেষ পর্যন্ত পেয়েছে: সেনা সমাবেশ, বন্ধ সীমানা, ব্যাংক অ্যাকাউন্ট ব্লক, পরিত্যাগের জন্য কারাগার"। তিনি আরও বলেন, "সবকিছু এখনও পরিকল্পনা অনুযায়ী, তাই না? জীবনের একটা দারুণ রসবোধ আছে"।