অনুদান মেলায় অতিরিক্ত চাঁদার টাকা ফেরত দিলেন দুর্গোৎসব কমিটির সদস্যরা

author-image
Harmeet
New Update
অনুদান মেলায় অতিরিক্ত চাঁদার টাকা ফেরত দিলেন দুর্গোৎসব কমিটির সদস্যরা


নিজস্ব প্রতিনিধি, মালদাঃ
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্গা উৎসব পালন করার জন্য পুজো উদ্যোক্তাদের ৬০ হাজার টাকা করে বরাদ্দ করেছেন। আর রাজ্য সরকারের এই আর্থিক সহযোগিতা পেয়েই বাড়ি বাড়ি অতিরিক্ত চাঁদা সংগ্রহের টাকা ফেরত দিল মহিলা পরিচালিত মালদা শহরের চার্চপল্লী দুর্গোৎসব কমিটির সদস্যরা । এই পুজোটি সম্পন্ন মহিলাদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। দীর্ঘ ১৬ বছর ধরে পুজো করছেন চার্চপল্লী এলাকার বাহান্নটি পরিবারের মহিলারা। প্রতিবছরই পূজোর মরশুম আসতেই আগে থেকেই বাড়ি বাড়ি অর্থ সংগ্রহ করেন চার্চপল্লী দুর্গোৎসব কমিটির মহিলা সদস্যরা। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ অন্যরকম। ওই পুজো কমিটির মহিলা সদস্যরা অধিকাংশ বাড়ি থেকেই পুজোর চাঁদা হিসেবে অর্থ সংগ্রহ করেছিলেন । কিন্তু মুখ্যমন্ত্রীর দেওয়া ৬০ হাজার টাকা হাতে পেয়েই অগ্রিম যে চাঁদা তুলেছিলেন , তা ফেরত দেওয়ার কাজ শুরু করলেন । আর চার্চপল্লী দুর্গোৎসব কমিটির মহিলা সদস্যদের অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। উল্লেখ্য , যেখানে বিভিন্ন পুজো কমিটি, ক্লাব কর্তৃপক্ষগুলো অতিরিক্ত চাঁদা তুললেও পুজোর শেষে কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান করেন, আবার কেউ পংক্তিভোজনের আয়োজন করেন। মালদা শহরে এই প্রথম চাঁদা ফেরতের এমন অভিনব উদ্যোগ দেখা গেল চার্চপল্লী এলাকায়। রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত ৬০ হাজার টাকা দিয়ে পুজো যে এক প্রকার হয়ে যাবে , তা অবশ্য নিশ্চিতভাবে জানিয়েছেন চার্চপল্লী দুর্গোৎসব কমিটির মহিলা সদস্যরা। তাঁদের বক্তব্য, 'রাজ্য সরকারের অর্থ এই প্রথম আমরা পেলাম। যদিও এর আগে থেকেও মুখ্যমন্ত্রী বিভিন্ন পুজো কমিটিগুলোকে টাকা দেওয়া শুরু করেছে। আমরা রেজিস্ট্রেশন করার পরেই নিজেদের পুজো কমিটির নাম সরকারি খাতায় নথিভুক্ত করতে পেরেছি। এরপরই আমাদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬৯ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে । সেই টাকায় পুজোর যথেষ্ট খরচ হয়ে যাবে। তাই আমরা অতিরিক্ত চাঁদা যেসব পরিবারের কাছ থেকে নিয়েছিলাম , তাদেরকে যতটা পেরেছি ফেরত দিয়ে দিয়েছি।'