নিজস্ব প্রতিনিধি, মালদাঃ গাছ কাটা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ মালদা শহরের দুই নম্বর গভর্মেন্ট কলোনি এলাকায় অবস্থিত ইউনাইটেড ইয়ংস এন্ড লাইব্রেরীর। প্রতিবছরই কিছু না কিছু চমক দিয়ে থাকে এই ক্লাব। তারই অঙ্গ হিসাবে এ বছর তাদের নতুন চিন্তা ভাবনা 'ধ্বংসের অবলীলা'। গাছের শুকনো ডালপালা দিয়ে তৈরি করা হচ্ছে মন্ডপ। গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে দূষণ বাড়ছে। মূলত তা নিয়ে মানুষকে সচেতন করতে এই চিন্তা ভাবনা ক্লাব কর্তৃপক্ষের। মালদার ছেলে প্রসেনজিৎ দাস তৈরি করছে এই থিম।