বিভিন্ন প্রকল্প চালুর দাবিতে বিক্ষোভে বসলেন BSNL-এর কর্মীরা

author-image
Harmeet
New Update
বিভিন্ন প্রকল্প চালুর দাবিতে বিক্ষোভে বসলেন BSNL-এর কর্মীরা

হরি ঘোষ, দুর্গাপুরঃ ফের বিক্ষোভে শামিল বিএসএনএলের কর্মীরা। সংস্থার প্রকল্পগুলি চালু করার দাবিতে দুর্গাপুর সিটি সেন্টারে বিক্ষোভে বসলেন সংস্থার কর্মীরা। ২০১৯ সালের অক্টোবর মাসে বিএসএনএল-এর পুনরুজ্জীবন কথা ঘোষণা করা হয়েছিল। পুনরুজ্জীবন ঘোষণা হওয়ার পর প্রথম কাজ ছিল বিএসএনএল এর ৪জি পরিষেবা চালু করার এবং ৪জি পরিষেবা চালু করার জন্য যে স্পেক্ট্রাম দরকার তা কেন্দ্র সরকার বিএসএনএলকে বিনামূল্যে দেবে।
বিএসএনএল কর্মীদের স্বেচ্ছায় অবসর প্রকল্প চালু করা সহজ একগুচ্ছ প্রকল্প চালু করার কথা ছিল। কিন্তু বর্তমানে দেখা গেল যে সমস্ত বিষয়গুলি কে বাদ দিয়ে শুধুমাত্র স্বেচ্ছায় অবসর প্রকল্প চালু করা হলো তারমধ্যে বি এস এন এল এর ৮০ হাজার কর্মচারী স্বেচ্ছায় অবসর নিয়ে নিয়েছেন। কিন্তু তার পরেও এখনো বি এস এন এল এর পুনরুজ্জীবনের বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। তাই সমস্ত প্রকল্পগুলি চালু করার দাবিতে বুধবার দুর্গাপুর সিটি সেন্টারে বি এস এন এল এর কর্মচারীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন।