বাবুপাড়ার পুজো কমিটির হাত ধরে ফিরছে ছোটবেলার হারানো স্মৃতি

author-image
Harmeet
New Update
বাবুপাড়ার পুজো কমিটির হাত ধরে ফিরছে ছোটবেলার হারানো  স্মৃতি



মানালী দত্ত পাত্র, মুর্শিদাবাদঃ হারানো ছোটবেলার স্মৃতিগুলি মন্ডপ সজ্জায় ফিরিয়ে দিচ্ছে বাবুপাড়ার কমিটি। বহরমপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর তাদের ভাবনা পুরোনো স্মৃতিকে নতুন করে মানুষের মনে জাগিয়ে তোলা। হারিয়ে যাওয়া ছোটবেলার স্মৃতির সাথে যুক্ত অনেক বিষয় আজ উন্নত প্রযুক্তির জন্য হারিয়ে গিয়েছে। একনজরে সেই চিত্র মনিয়ে করিয়ে দিতে এই কমিটি। ৬৩ তম বর্ষে পদার্পন করল এবারে পুজো। প্রতিবার নানান সামাজিক বার্তা এনারা দেন। তাতে লুপ্তপ্রায় শিল্প থাকে আবার ভিন রাজ্যের কালচার যা হারিয়ে গিয়েছে কোনো না কোনো কারণে।  



এবারে মায়ের সাজে সাবেকিয়ানা রূপ থাকছে। মন্ডপ সজ্জায় থাকছে হাতে টানা রিক্সা, বায়োস্কোপ, পালকি, হুঁকো টানা, ঢেঁকিতে ধান ভাঙা, ডাঙ্গুলি খেলা থেকে অনেক কিছু। এবারে মন্ডপে ঢোকার সাথে সাথেই যেন মধ্য বয়সী বা বয়স্ক মানুষেরা তাদের ছেলেবেলার ফেলে আসা বিষয়বস্তুগুলি দেখতে পায়। ২৮ রকমের বিষয় থাকবে সবকিছুই মডেল আকারে। পাটের ব্যবহারে নানান মডেল তৈরী করা হবে। ইঞ্জিনিয়ারিং পাশ করে নাসিমা ইয়াসমিন পাট নিয়ে বিভিন্ন ধরনের কাজ করছেন। উনি বেশ কিছু মহিলাদের নিয়ে এই মন্ডপের সমস্ত পাটের তৈরী মডেলগুলি তৈরী করছেন।