নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে হল নতুন সই। বুধবার নিউক্যাসেল ইউনাইটেডের পক্ষ থেকে দেওয়া হয়েছে সই সংবাদ। ১৯ বছর বয়সী এলিয়ট অ্যান্ডারসনের সঙ্গে ক্যাসেলের চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। নতুন চুক্তিতে সই করে তিনি বলেছেন, "আমি খুবই খুশি।"
✍️ We are delighted to announce that Elliot Anderson has signed a new long-term contract with the club.