নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ রাতের অন্ধকারে ঝাড়গ্ৰামে জঙ্গল লুঠ। একই জায়গায় পরপর বহুবার লুঠের অভিযোগ। মূল্যবান মোটা শালগাছ রাতারাতি কেটে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে বেশ কিছুটা গেলে বিট অফিস।
ঝাড়গ্রাম জেলার লোধাশুলি রেঞ্জের শিমলির জঙ্গলের ঘটনা। এলাকায় যতগুলো ঘন জঙ্গল অবশিষ্ট রয়েছে তার মধ্যে অন্যতম শিমলির জঙ্গল। প্রাচীন মোটা শাল গাছ এখনো এই জঙ্গলে অবশিষ্ট রয়েছে। আর সেখানেই নজর গাছ মাফিয়াদের। রাতে গাছ কেটে তা গাড়িতে লোড করে পাচার করা হয় বলে অভিযোগ। প্রতিনিয়ত যেভাবে জঙ্গল থেকে মূল্যবান গাছ চুরি যাচ্ছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমনকি বনদপ্তর ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।