পুজোর উদ্বোধনে যানজটের আশঙ্কা

author-image
Harmeet
New Update
পুজোর উদ্বোধনে যানজটের আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার থেকেই খুলে দেওয়া হবে  বিভিন্ন পুজো মন্ডপগুলি। নবনির্মিত টালা সেতু উদ্বোধনের আগে বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রীর তিনটি পুজো উদ্বোধন করার কথা। দমকলমন্ত্রী তথা শ্রীভূমির পুজোকর্তা সুজিত বসু মঙ্গলবার বলেন, ‘‘কলকাতার প্রথম পুজো হিসাবে শ্রীভূমিই মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন।’’ 



সূত্রের খবর, মুখ্যমন্ত্রী পর পর শ্রীভূমি, সল্টলেকের এফডি ব্লক এবং টালা প্রত্যয়ের পুজো উদ্বোধন করবেন। এর পরে টালা সেতুর উদ্বোধনের অনুষ্ঠানে চলে যাবেন তিনি। মঙ্গলবার স্থানীয় পুলিশ মুখ্যমন্ত্রীর আসার প্রাক্কালে ওই তিনটি পুজো মণ্ডপ পরিদর্শনে আসে। তবে মহালয়ারও তিন দিন আগে পুজো উদ্বোধনের সঙ্গে সঙ্গে ঠাকুর দেখাও শুরু হয়ে গেলে যানজটের জেরে দুর্ভোগে পড়বেন শহরবাসী। তাই বিষয়টি নিয়ে লালবাজার ও বিধাননগরের পুলিশের কর্তারা খানিক দুশ্চিন্তায়।