বিরল হলুদ রঙের কচ্ছপ উদ্ধার

author-image
Harmeet
New Update
বিরল হলুদ রঙের কচ্ছপ উদ্ধার


রামকৃষ্ণ পাল, ঝাড়গ্রাম: পুরোপুরি হলুদ রঙের কচ্ছপ! এই রকমই এক বিরল কচ্ছপ মিলল লালগড়ের বনাঞ্চল এলাকায়। বন দফতর সূত্রে খবর, শুক্রবার রাতে লালগড় বনাঞ্চলে জঙ্গল লাগোয়া মোরাম রাস্তার ধারে কচ্ছপটিকে দেখতে পান স্থানীয় বন সুরক্ষা কমিটির এক সদস্য। তিনি জানান, জঙ্গলের বৃষ্টিভেজা রাস্তার ধারে কচ্ছপটি ছিল। কেউ ধরে নিয়ে যেতে পারে এমন আশঙ্কায় বনসুরক্ষা কমিটির সদস্য সেটি বাড়িতে নিয়ে আসেন। শনিবার তিনি খবর দেন লালগড় রেঞ্জ অফিসে।

লালগড়ের রেঞ্জ অফিসার শ্রাবণী দে বলেন, ‘‘খবর পেয়ে আমরা কচ্ছপটিকে উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে এসেছি। সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’’ এডিএফও (মেদিনীপুর) বিজয় চক্রবর্তী বলেন, ‘‘কচ্ছপটিকে ঝাড়গ্রাম চিড়িয়াখানায় পাঠানো হবে।’’ লালগড়ে মেলা কচ্ছপটি কি নতুন কোনও প্রজাতি? প্রাণী বিদ্যার গবেষকরা বলছেন, এটি প্রকৃতপক্ষে বিরল প্রকৃতির ‘অ্যালবিনো’ কচ্ছপ।

আজ, রবিবার বিশ্ব কচ্ছপ দিবস। তার একদিন আগে জঙ্গলমহল থেকে মিলল হলুদ কচ্ছপ। সাম্প্রতিক অতীতেও হলুদ কচ্ছপের দেখা মিলেছে। গত বছর জুলাইয়ে ওড়িশার বালেশ্বরের একটি গ্রামে এমনই হলুদ কচ্ছপ পাওয়া গিয়েছিল। গত বছরেরই অক্টোবরে বর্ধমানের এক পুকুর থেকেও এমন বিরল দর্শন কচ্ছপ মেলে।