নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটক সরকার বুধবার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে হিজাব নিষিদ্ধ করা ইসলামী বিশ্বাস পরিবর্তনের সমতুল্য নয়, কারণ হেডস্কার্ফ পরা একটি অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়।কর্ণাটকের অ্যাডভোকেট জেনারেল পি নাভাদগি শীর্ষ আদালতের সামনে যুক্তি দিয়েছিলেন,'বাস্তবতা হল হিজাব না পরলে ধর্মের রং বদলাবে না। হিজাব ছাড়া ইসলামী বিশ্বাসের পরিবর্তন হবে তা বলা যাবে না। এটি একটি বাধ্যতামূলক অনুশীলন নয়।'
কর্ণাটক হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট ইউনিফর্ম নির্ধারণকারী রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে হিজাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অস্বীকার করে।