পুতিনের ‘সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা’র সমালোচনায় সরব জার্মানি

author-image
Harmeet
New Update
পুতিনের ‘সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা’র সমালোচনায় সরব জার্মানি

নিজস্ব সংবাদদাতাঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা’র সমালোচনা করেছে জার্মানি। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বিষয়টির অবতারণা করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। তিনি বলেন, "পুতিন কেবল তখনই তার সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করবেন যখন তিনি এটা স্বীকার করবেন যে, এই যুদ্ধে বিজয় অর্জন করা তার পক্ষে সম্ভব নয়।"  পুতিনের মনোভাবের কথা উল্লেখ করে ওলাফ শলৎস বলেন, ‘এই কারণেই আমরা রাশিয়া কর্তৃক নির্ধারিত কোনও শান্তি গ্রহণ করবো না। এ কারণেই ইউক্রেনের অবশ্যই রুশ আক্রমণ প্রতিহত করার মতো সক্ষমতা থাকতে হবে।’ 

ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধের মধ্য দিয়ে নতুন করে সাম্রাজ্যবাদের প্রত্যাবর্তন ঘটেছে বলেও মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর। তিনি বলেন, 'এটি কেবল ইউরোপের জন্য নয়, বরং পুরো দুনিয়ার শান্তি শৃঙ্খলার জন্য একটি বিপর্যয় ডেকে নিয়ে এসেছে।'