নিজস্ব সংবাদদাতাঃ গ্রিসের বিরুদ্ধে এজিয়ান সাগরকে শরণার্থীদের সমাধিতে পরিণত করার অভিযোগ করেছে তুরস্ক। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এমন অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ভাষণে এজিয়ান সাগর এবং পূর্ব ভূমধ্যসাগরে অভিবাসীপ্রত্যাশী মানুষের ওপর ‘নিপীড়নের’ জন্য গ্রিসের সমালোচনা করেন এরদোয়ান।তিনি বলেন, ‘যখন আমরা আয়লানের (আয়লান কুর্দি) মতো আরও শিশুদের মৃত্যু রোধ করতে সংগ্রাম করছি, তখন বেআইনি ও বেপরোয়া পুশব্যাকের মধ্য দিয়ে এজিয়ান সাগরকে শরণার্থীদের সমাধিতে পরিণত করছে গ্রিস।
এরদোয়ান বলেন, 'নিরপরাধ মানুষকে কনসেনট্রেশন ক্যাম্পে রেখে বা নৌকায় মারা যাওয়ার জন্য রেখে দিয়ে শরণার্থী সংকটের সমাধান করা যাবে না। ইউরোপ ও জাতিসংঘের জন্য মানবতার বিরুদ্ধে অপরাধের সমতুল্য এই নৃশংসতা বন্ধ করার সময় এসেছে।'