ভারতের মূল স্কোয়াডে নেওয়া হল বাংলার ঈশান পোড়েল-সহ চার নেট বোলারকে

author-image
Harmeet
New Update
ভারতের মূল স্কোয়াডে নেওয়া হল বাংলার ঈশান পোড়েল-সহ চার নেট বোলারকে

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ভারতের মূল স্কোয়াডে সুযোগ পেলেন বাংলার ঈশান পোড়েল-সহ শ্রীলঙ্কা সিরিজের চার নেট বোলার। ক্রুণাল পান্ডিয়া কোভিড আক্রান্ত হওয়ার পর তাঁকে এবং তাঁর সংস্পর্শে আসা আটজন প্লেয়ারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। তারপরেই ঈশান পোড়েল, সন্দীপ ওয়ারিয়র, অর্শদীপ সিং, সাই কিশোর এবং সিমরজিত সিংকে ভারতের মূল স্কোয়াডে নেওয়া হয়। একটি প্রথম সারির সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে এমনটাই। সংশ্লিষ্ট সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, শিখর ধাওয়ানের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে, তাই দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের নেতৃত্ব দেবেন তিনিই।