নিজস্ব প্রতিনিধি-ইরানে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। হিজাবের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছে মানুষের ঢল,ইরানের বিভিন্ন রাস্তায় হিজাব বিহীন তরুণীরা হিজাব আইনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাতে সামিল হয়েছে পুরুষেরাও।
"নারী, জীবন, স্বাধীনতা" ইত্যাদি নিয়ে তারা স্লোগান দেয় এবং বিক্ষোভকারীদের একটি ছোট দল ইরানে নিরাপত্তার ভারী সশস্ত্র জনতার দ্বারা হুমকির সম্মুখীন হয়ও হয়।তারা বুইং দিয়েও প্রতিক্রিয়া জানায়।