Indian Idol-এর বিচারকত্ব ছাড়ছেন নেহা, কেন?

author-image
Harmeet
New Update
Indian Idol-এর বিচারকত্ব ছাড়ছেন নেহা, কেন?

নিজস্ব সংবাদদাতা: জনপ্রিয় সিঙ্গিং রিয়্যালিটি শো Indian Idol 12-এর বিচারকের ভূমিকায় নেহা কক্করকে দেখে আসছি আমরা। সিজিনটি প্রায় শেষের পথেই। এই সময়েই শো‘য়ে বিচারকের আসনে নেহার পরিবর্তে এসেছেন সনু কক্কর। জানা গিয়েছে, শো‘য়ের বাকি এপিসোড গুলোতে নেহাকে আর দেখা যাবে না। সূত্রের খবর, নেহা কিছু দিন ব্রেক নিতে চান কাজ থেকে। বহু বছর ধরে তিনি বলিউডে কাজ করছেন। জীবনে অনেক কিছু অর্জনও করেছেন। এখন কিছু দিন তিনি স্বামী রহনপ্রীতের সঙ্গে সময় কাটাতে চান।