তৃণমূলের জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আয়না দেখালেন বাবুল সুপ্রিয়

author-image
Harmeet
New Update
তৃণমূলের জনসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আয়না দেখালেন বাবুল সুপ্রিয়


সবং: সবংয়ে তৃণমূলের জনসভায় যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আয়না দেখালেন বাবুল সুপ্রিয়। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলে কেন্দ্রের বিজেপি সরকারের বাংলাকে বঞ্চনা ও ১০০ দিনের মজুরীর টাকা, আবাস যোজনার টাকা, রাস্তা তৈরির টাকা, মিড-ডে-মিলের টাকা বন্ধ করার প্রতিবাদে সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, বাবুল সুপ্রিয়, মানস রঞ্জন ভুইয়া, সৌমেন কুমার মহাপাত্র, সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স, বিকাশ রঞ্জন ভুইয়া, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিনের এই প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে, রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীকে আয়না দেখালেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, "আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নামটা এখন বলতে ইচ্ছে করে না। ওনাকে বলবো, বাবা তোমার বাড়িতে কি আয়না নেই? বাড়ি থেকে বেরোনোর সময় কি আয়না দেখে বেরোন না। এক লক্ষ ছোট ছোট আয়না কিনে ওর বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক। ওকে সিআইডি আয়না বলছে না এই কারণে। কারণ ও ওয়াশিং মেশিনে ঢুকে বিজেপিতে চলে গেছে। যেখানে সুদীপ্ত সেন পরিষ্কার নিজেই বলছে, আমার থেকে গোছাগোছা শুধু টাকা নিয়েছেন তাই নয়। আমাকে ব্ল্যাকমেল ও করেছেন। কিন্তু শুভেন্দু অধিকারীকে সিবিআই ডাকছেনা। শুধু পশ্চিম বাংলা নয় সমস্ত জায়গায় বিরোধীদের পিছনে সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে"।